মিরসরাই প্রতিনিধি »
দিন পুরোলেই এসে যাবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী একটি উদ্যোগ হাত নিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল। মধ্যবিত্তদের জন্য সাবেক এই ছাত্রলীগ ২০ টাকার উপহার এখন বেশ আলোচিত একটি ঘটনা। এমন উদ্যোগের সব মহল প্রশংসায় ভাসিয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতাকে।
শনিবার (২৩ মে) দিনব্যাপী মিরসরাইয়ে ৫নং ওসমানপুর ইউনিয়নে ২০ টাকা মূল্যের প্যাকেজ নিয়ে মধ্যবিত্তদের পাশে দাঁড়ান তিনি। ছাত্রলীগ সাবেক নেতা সোহেল নিজেই উদ্যোগ নিয়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর মাঝে নাম মাত্র মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যার মধ্যে রয়েছে- সেমাই, চিনি, দুধ, ডিম, আলু, পেঁয়াজ, বাদাম, কিসমিস, খেজুর, ইত্যাদি। প্রায় ৩০০ পরিবারের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান সোহেল।
তিনি বলেন, আমাদের আশে পাশে অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে। তাদের চাহিদা আছে কিন্তু ফ্রি-তে দিলে এই সহযোগিতা নিবেনা। তাই আমি প্রিয় নিতা মাহবুব উর রহমান রুহেলের পরামর্শে নাম মাত্র মূল্যে একটা প্যাকেজ সিষ্টেম করে মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
মিরসরাইয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য উত্তর জেলা ছাত্রলীগ নেতা মেজবাউল করিম সোহেলের ২০ টাকার উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত স্থানীয়রা।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন,ঈদের আগ মুহুর্তে আমাদের উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল ভাইয়ের এই রকম উদ্যোগে সর্বমহলে প্রশংসিত হয়েছে। মিরসরাইয়ের আগামী কান্ডারী মাহবুব রুহেলের পরামর্শ এবং দিকনির্দেশনা কতটা সময়োপযোগী আমাদের জন্য সেটি আমরা এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেখতে পাই।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













