২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে সাবানের প্যাকেটে ইয়াবা পাচার, দম্পতিসহ ৪ আসামি আটক

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই লাক্স সাবানের খালি প্যাকেটে বিশেষ কৌশলে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক দম্পতি আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নবী হোসেন (৩০) ও ছমিরা আক্তার (২৭)। সম্পর্কে তারা দুজন স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট বাজারের নিকটস্থ গাছবাড়িয়া এলাকার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে যাত্রীবাহী সিডিএম বাসে তল্লাশি চালিয়ে নবী হোসেন এবং তার স্ত্রী ছমিরা আক্তারের নিকট লাক্স সাবানের খালি প্যাকেটে মড়ানো অবস্থায় ১হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এর আগে পৃথক একটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি মো. তারেক হোসেন এবং বিক্রম বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন