৮ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন, গ্রুপিংকেই দুষছেন এলাকাবাসী

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ের জোরারগঞ্জে মো. ইব্রাহিম রাজু নামের (২৭) এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার গ্রুপের সদস্যদের হাতে।

শনিবার (৯ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার জোরারগঞ্জ বিশ্বরোড় দরবারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাজু ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নিহত রাজু স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটুর অনুসারী। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিন ও সুরমা বেগমের পুত্র। তিন ভাই এক বোনের মধ্যে রাজু সবার বড়।

রাজু হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে করিম মাস্টার গ্রুপের নুরউদ্দিন ও সোহেল নামে দুজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে দরবার টিলা এলাকায় ফুফাতো ভাইয়ের ফোন পেয়ে ছুটে যায় রাজু। এসময় একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে রাত ১ টার দিকে সেখানে মারা যান। তার লাশ এখনো চমেকে রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে রাজুকে হত্যা করা হয়েছে।

রাজুর পরিবারের সদস্যরা বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান করিম মাস্টারে অনুসারী শাহীন, নুরউদ্দিন, সোহেল এ হত্যাকাণ্ডের জড়িত রয়েছেন।এরপর সিরাজ, আসিফ, মুনাফ, নাজিম, সুমন, রহমানসহ আরো ২০ থেকে ২৫ জন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন।’ পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতির কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রলীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা কিংবা গ্রুপিং থাকতে পারে, তাই বলে ঈদের আগের রাতে এভাবে হত্যা করবে? এ কেমন রাজনীতি।’ তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ- পরিদর্শক আব্দুল বাতেন বলেন, গতকাল রাতে জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় রাজু নামে একজন খুন হয়েছে। তার লাশ এখন ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নুরউদ্দিন ও সোহেল নামে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন