৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে সিএনজি উল্টে নারীর মৃত্যু, দুই সন্তানসহ আহত ৪

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকতর উল্টে সুমি রানী দে (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতের মধ্যে অজয় দে (৪) ও জয় দে (১২) সুমি রানী দে’র ছেলে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জোরারগঞ্জের সদর মাদীঘির গ্রামীণ ব্যাংক এলাকায় বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে পাশের জমিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানী দে জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামের সঞ্জয় দের স্ত্রী।

নিহত সুমি দে’র দেবর রুবেল দে জানান, শনিবার বিকালে তার বৌদি বারইয়ারহাট থেকে সিএনজি অটো রিক্সাযোগে ছেলেদের নিয়ে বাবার বাড়ি হিঙ্গুলীর পূর্ব হিঙ্গুলী থেকে শ্বশুড় বাড়ি আসছিল। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি জোরারগঞ্জ ইউনিয়নের সদরমাদীঘির গ্রামীণ ব্যাংক এলাকায় পৌছালে একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে উল্টে পাশের জমিতে পড়ে যায়। এসময় তার বৌদি সুমি রানী দে, দুই সন্তান অজয় দে ও জয় দে’সহ ৪ জন আহত হন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সুমি রানী দে’কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয় দের অবস্থা আশঙ্কাজনক।

জোরারগঞ্জ থানার (তদন্ত) খাইরুল আলম বলেন, শনিবার বিকালে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমি রানী দে ও তার দুই সন্তানসহ ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন