মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়দারোগাহাট জাফরাবাদ উচ্চ বিদ্যালয় সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিতা মজিবুল হক (৪০) ও পুত্র মোঃ মেহেদী হাসান (১৩)। নিহতের বাড়ি উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি গ্রামে।
জানা গেছে, নিহত মজিবুল হক তার ছেলেকে নিয়ে বড়দারোগাহাট বাজার থেকে ব্যবহত মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলো। বাজার থেকে সামান্য দুরে যাওয়ার পর দ্রুতগামী অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইলে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে পিতা-পুত্র মারা যায়। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ শফিকুর রহমান জানান, বড়দারোগাহাট এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌছানোর আগে স্বজনরা নিহত পিতা-পুত্রের লাশ বাড়ি নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেল কোন দ্রুতগতির গাড়ির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে।
বাংলাধারা/এফএস/টিএম












