২৮ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঠাকুরদীঘি-ঝুলনপুল সড়কে ভরদ্বাজ চৌধুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মেজবাহ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। সে কাটাছড়া ইউনিয়নের যমু সারেং বাড়ির নিজাম উদ্দিনের পুত্র।

জানা গেছে, উপজেলার ঠাকুরদিঘী-ঝুলনপোল সড়কে বালুবাহী পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরত্বর আহত হয় মেজবাহ। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ইলেকট্রিশিয়ান মেজবাহ উদ্দিন মোটরসাইকেল যোগে ইলেকট্রিক সামগ্রী ক্রয় মিঠাছড়া বাজারে যাচ্ছিলো। ঘটনার সত্যতা স্বীকার করেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন