মিরসরাই প্রতিনিধি »
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউনের প্রভাবে কর্মজীবী মানুষদের কথা চিন্তা করে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের পরামর্শে করেরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলী সভাপতি, সম্পাদক এবং ইউনিয়নস্থ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে ১৫০০ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যদ্রব্যাদি প্রদান করা হয়।
সোমবার দুপুরে এই খাদ্যদ্রব্য ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য ওয়ার্ড ভিত্তিক সভাপতি, সম্পাদক ও মেম্বারদের হাতে তুলে দেন এবং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাহবুব রহমান রুহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত উল্যাহ রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, শফি আহম্মদসহ নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













