২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার নূর শাহ ফকির বাড়ির রাস্তার মাথার উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী নাম মো. মহিউদ্দিন (২৮)। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার ১০ নং গল্লাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বসন্তপুর এলাকার মাদরাসা ওয়ালা বাড়ীর মো. বশির উল্লাহর পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার নূর শাহ ফকির বাড়ির রাস্তার মাথার উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন নামে এক মাদক কারবারীকে ২ হাজার ১ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। সে ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে কুমিল্লায় বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন