৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে ২৬০০ ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের অভিযানে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল্লাহ (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডের গাছবাড়ীয়া সাকিনস্থ হাদী ফকিরহাট নূর শাহ্ ফকির বাড়ির সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

মোহাম্মদ শহিদুল্লাহ টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডর কালামিয়ার বাড়ীর মৃত আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, সোমবার দুপুরে হাদী ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি বাসে শহিদুল্লাহকে সন্দেহ জনকভাবে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ