২৮ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের তত্বাবধানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আলা উদ্দিন (৩৬)। সে সীতাকুন্ড উপজেলার সলিমপুর এলাকার এজহার মিয়া প্রকাশ রাজা মিয়ার পুত্র।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব পোদ্দার জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম ওয়াহেদপুর ইউনিয়নের নুর শাহ ফকির বাড়ির রাস্তার মাথায় অভিযান চালিয়ে আলা উদ্দিনকে আটক করেছি। এসময় তাঁর সাথে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে (২০১৮ এর ১০ (ক) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন