চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত পিকআপ গাড়ি থেকে পড়ে শান্ত সানা (৪২) নামের একজন শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক খুলনা জেলার পাইকগাছা থানার বাইনবাড়ীয়া এলাকার শ্যামল কান্তি সানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নিহত শ্রমিক অর্থনৈতিক অঞ্চলের পারমেট স্টিল অ্যান্ড কনাস্টাকশনে কর্মরত রয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ গাড়ি থেকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।













