মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর কবির চৌধুরীকে সভাপতি ও একেএম জাহাঙ্গীর ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এমএ সালাম। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এবারের কাউন্সিলে তৃণমূলসহ মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নেন। এছাড়া সমগ্র উপজেলার ১৮টি দলীয় ইউনিট থেকে অন্তত ১৫ হাজার মানুষের সমাগম ঘটে। প্রসঙ্গত, গত একমাসের বেশি সময় ধরে এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। অবশেষে দীর্ঘ সাত বছর পর উপজেলার শীর্ষ এ দুই পদে নেতা নির্বাচন প্রক্রিয়ার অবসান হলো।
বাংলাধারা/এফএস/টিএম













