মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার সুফিয়া রোড এম এইচ বি আই ব্রিক কার্যালয়ে মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম খোকা’র সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রিক ফিল্ড মালিকদের সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৭ সদস্য বিশিষ্ট ৫ম বার্ষিকী নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি মনোনীত হলেন সাইফুল ইসলাম খোকা, সহ-সভাপতি মাহমুদুল হক, সহ-সভাপতি সুজাউল হক। সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন মো. মোজাহের হোসেন চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন চৌধুরী জুয়েল , অর্থ সম্পাদক হাজী একরামুল হক, প্রচার সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী পাভেল।
কমিটির সদস্যরা হলেন- মো. জসীম উদ্দীন, মো. মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. নাছির উদ্দিন, মনোয়ার হোসেন চৌধুরী রাফেল।
উপদেষ্টা হলেন এনামুল হক কোম্পানি, মো. সানোয়ার খান, হাজী জানে আলম, সেলিম উদ্দিন।
সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্যরা সাবেক সভাপতি মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সকলে উনার দীর্ঘ জীবনের পথ চলায় ইটভাটা সমিতির অবদানের কথা স্মরণ করেন।













