২৩ অক্টোবর ২০২৫

মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১৬টি স্টলে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়। দিনব্যাপী এই মেলার স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্যরা। মেলায় অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।

মেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। এসময় বিজ্ঞান মেলায় স্টল প্রদর্শনীতে জুনিয়র গ্রুপে উপজেলায় প্রথম স্থান অর্জন করে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয়।

এছাড়া সিনিয়র গ্রুপে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, ২য় স্থান অর্জন করে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ এবং ৩য় স্থান অর্জন করে নিজামপুর সরকারি কলেজ।

এছাড়া ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন করে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। জুনিয়র গ্রুপে ১ম ও ২য় স্থান অর্জন করে বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়। ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, ২য় স্থান মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।

আগত অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন