১৬ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে ‘কাজীর তালুক ফুটবল প্রিমিয়ার লীগ’র ফাইনাল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ১৬নং সাহেরখালি ইউনিয়নের কাজীর তালুক বেড়িবাঁধ সংলগ্ন মাঠে কাজীর তালুক ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় কাজীর তালুক শাপলা একাদশকে হারিয়ে কাজীর তালুক কাশফুল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফাইনার খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

ফাইনাল খেলায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান মাহফুজ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান ভূঁইয়া স্বপন।

এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা এবং সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ