বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় হতাহত ১৭ পরিবারকে আর্থিক সহায়তা করেছে জেলা প্রশাসন। এসময় নিহত প্রত্যেকের পরিবারকে দাফন কাজের জন্য ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা করে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।
রবিবার (৩১ জুলাই) সকালে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ হতে হতাহতদের পরিবারকে এসব অর্থ সহায়তা তুলে দেন।
ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ হতে মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নিহত ১১ পরিবারের হাতে ২৫ হাজার করে মোট ২ লাখ ৭৫ হাজার এবং আহত ৬ পরিবারের মাঝে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।’
এর আগে শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের আরএনজে কোচিং সেন্টার থেকে মাইক্রোবাসে করে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যায় ১২ জন ছাত্র এবং ৪ জন শিক্ষক। ফেরার পথে খৈয়াছড়ার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসের ড্রাইভার-হেলপারসহ ১১ তরুণ নিহত এবং ৭ জন আহত হয়।













