মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। এছাড়াও বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহি উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু ও মীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম কমিশনার, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সমাজসেবক রহমত উল্লাহ, শাখাওয়াত হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মিরসরাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ প্রেসক্লাবের নিয়মিত ও গঠনমূলক কার্যক্রমের একটি অংশ, যা সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারা আরও বলেন, সাংবাদিক ও রাজনীতিবিদ একে অপরের পরিপূরক সমন্বিতভাবে কাজ করলে একটি সুন্দর ও উন্নত মিরসরাই গড়ে তোলা সম্ভব।













