৩০ অক্টোবর ২০২৫

মিরসরাই প্রেস ক্লাব’র যুগ্ম সম্পাদকের পিতার ইন্তেকাল

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি, চলমান মিরসরাই’র নির্বাহী সম্পাদক ও মিরসরাই টাইমসের সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিনের পিতা হাফেজ রফিউজ্জামান ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়েস ছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ বাদে-আসর উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারের জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাই প্রেস ক্লাব, মাসিক চলামান মিরসরাইসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন