২৪ অক্টোবর ২০২৫

মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে মালামাল চুরিকালে ৬ জন ধরা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অর্থনৈতিক অঞ্চলের ম্যাংগো কর্পোরেশনের (রোড ডেভেলপমেন্ট কোম্পানি) মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পথে ৬ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চরশরত পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতরা করা হয়।

গ্রেফতাররা হলো- মো. সুমন, মো. গিয়াস উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. কামরুল ইসলাম, মো. তোফায়েল আহম্মেদ ও মো. আরিফ হোসেন।

এসময় তাদের কাছ থেকে ১২০ লিটার তেল, দুটি তেলের ড্রাম উদ্ধার করা হয়। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ (নম্বর- চট্ট মেট্রো ন-১১-৫৮৫০) জব্দ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ৮ সদস্যের একটি চোরের দল মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অর্থনৈতিক অঞ্চলের ম্যাংগো কর্পোরেশনের (রোড ডেভেলপমেন্ট কোম্পানি) তেলের দুটি ড্রাম একটি পিকআপ তুলতে থাকেন। তখন সিকিউরিটি গার্ডে নিয়োজিত ছিলেন বরেন মন্ডল ও নয়ন মৃধা। তারা চিৎকার করলে চোরের দল দুটি তেলের ড্রাম গাড়িতে নিয়ে পালিয়ে যান। সাথে সাথে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক কর্তৃপক্ষ চরশরত চেকপোস্টের পুলিশ ক্যাম্পকে জানালে তারা আসামীদের মালামাল ও পিকআপসহ গ্রেফতার করে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অর্থনৈতিক অঞ্চলের ম্যাংগো কর্পোরেশনের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পথে মালামালসহ ৬ জনকে চরশরত পুলিশ ক্যাম্পের সহযোগিতায় গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জন সহ ৮ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং-৯) দায়ের করেছেন।

আরও পড়ুন