মিরসরাই প্রতিনিধি »
রিপেয়ার টুলস চুরির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ের বিএসআরএম কারখানায়। ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাত একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। বিএসআরএম কারখানায় দায়িত্বে থাকা ৩ জন আনসার সদস্যকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আহত করে চোরের দল।
আহত আনসার সদস্যরা হলেন— বি-বাড়িয়া জেলার বাঞ্চারমুর থানার মিরপুর এলাকার মলিন্দ চন্দ্র দাসের ছেলে রামধন চন্দ্র দাস, লক্ষীপুর জেলার রামগতি থানার বড়খেরিয়া এলাকার আব্দুর রবের ছেলে মিজানুর রহমান ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মেম্বার পাড়া এলাকার বজলু মিয়ার ছেলে মো. মফিজুল ইসলাম।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত বেসরকারি ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম কারখানার উত্তর পূর্বাংশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এসময় তারা বিএসআরএম কারখানার ভিতরে থাকা সিজদা মোটরর্সের দুটি ক্রেন ষ্টোবার, ৬ টি ক্রেনের টার্চ পাইচ ও দুটি ড্রাম ট্রাকের বাম্পার নিয়ে গেছে। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
সোনাপাহাড় বিএসআরএম কারখানার সহকারী ব্যবস্থাপক মো. ফয়েজ উল্লাহ বলেন, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনের একটি চোর চক্রের সদস্য চুরি, রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে আসে। এসময় তাদেরকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা কেন আসছে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং তিনদিক থেকে হত্যার উদ্দেশ্যে ইট, পাটকেল নিক্ষেপ করে। এতে ৩ আনসার সদস্য আহত হয়েছেন।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আবুল খায়ের বলেন, বিএসআরএম কারখানায় চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।













