২৮ অক্টোবর ২০২৫

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল

প্রবাসে বসবাসরত মিরসরাইবাসীর প্রাণের সংগঠন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ মার্চ) শারজাহ্ হুদায়বিয়াহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এম.এ.তাহের ভূঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়া উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন নশু, মসলিম উদ্দিন, আবু জাফর, আজিমুল বাহার, তনিম চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ শরীফ, মনিরুজ্জামান, মাইদুল ইসলাম শিমুল, সোহেল ইসলাম, জাহাঙ্গীর আলম শামীম, সোহরাব মাজেদ ভূঁইয়া, রহিম উদ্দিন লিটন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজত করা হয়েছে।

আরও পড়ুন