২৩ অক্টোবর ২০২৫

মীরসরাইয়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রদীপ কুমার দে (৬৮) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত শ্যামা প্রসাদ দে’র ছেলে। তিনি বারইয়ারহাট পৌর বাজারে চা-পাতার পাইকারি ব্যবসা করতেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ভোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওই বৃদ্ধ। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন