২৯ অক্টোবর ২০২৫

মুক্তিযুদ্ধ মঞ্চের আরেক নেতা গ্রেপ্তার

বাংলাধারা ডেস্ক »

ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান শান্ত। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দপ্তর সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে শান্তকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, ‘মামলায় নাম থাকায় মেহেদী হাসান শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজনকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। হামলায় প্রায় ৩০ জনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

ঘটনার দুইদিন পর শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়।

এদের মধ্যে আল মামুন ও ইয়াসির আরাফাত তুর্যকে গতকাল সোমবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন