হাটহাজারী প্রতিনিধি »
হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন মুক্তিযোদ্ধা জহিরুল হক। তিনি হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ছাদেক নগর গ্রামের সোলাইমান বাড়ীর মৃত হাজ্বী আলি আহম্মদের পুত্র।
শুক্রবার রাত ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১ টায় নিজ এলাকায় নামাজে জানাযা শেষে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন।
এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













