বাংলাধারা প্রতিবেদন »
বীর মুক্তিযোদ্ধা ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ এম এম জাকেরিয়া চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেছে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ।
শনিবার এসব কর্মসূচীর মধ্যে ছিল মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, ফাতেহ পাঠ ও কবর জিয়ারত এবং শোকসভায় অংশগ্রহণ। এ সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন চউক’র বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মরহুমের সন্তান মোঃ শাহীনুল ইসলাম চৌধুরী, কোতোয়ালী থানা আওয়ীলীগ নেতা ও মরহুমের সন্তান আবু ফাহাদ সাবু, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক সরফুদ্দীন চৌধুরী রাজু, নগর যুবলীগ সদস্য ও মরহুমের কনিষ্ট সন্তান আসহাব রসুল চৌধুরী জাহেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কফিল উদ্দিন আহমেদ, জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নগর যুবলীগ নেতা আবু সাঈদ সুমন, মো. সেলিম, মো. সাজ্জাদ হোসেন, এস.ইউ. জোবায়ের, নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের নির্বাহী সদস্য কামরুল হুদা পাবেল প্রমুখ।
বাংলাধারা/এফএস/ইরা













