২৯ অক্টোবর ২০২৫

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিরসরাইয়ের বিশিষ্ট মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৮০ বছর। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৩টায় তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ গত কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতিনাতনি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে আলতাফ হোসেন পারভেজ জানান, আজ শুক্রবার বিকাল ৩টায় মিরসরাইয়ের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামে মরহুমের নিজ বাড়ির (ইউসুফ মিয়ার বাড়ি) সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পরাগল খাঁ দীঘি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানসহ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মিরসরাইয়ে থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবর রহমান রুহেল, মুক্তিযোদ্ধা, মিরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিশিষ্টজনরা।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ১৫ দিনের কমান্ডো প্রশিক্ষণও নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে তিনি মিরসরাইয়ের মিঠানালাসহ সেখানকার বিভিন্নস্থানে মুক্তিযুদ্ধে অংশ নেন। এছাড়াও তিনি শুভপুর ব্রিজ উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসিক অভিযানে অংশ নেন।

আরও পড়ুন