২৪ অক্টোবর ২০২৫

মুক্তির অপেক্ষায় রায়হান রাফির ‘দামাল’

বিনোদন ডেস্ক »
‘পরাণ’ সিনেমার রেশ কাটতে না কাটতেই আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রায়হান রাফির পরিচালিত আরো একটি সিনেমা ‘দামাল’। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এগিয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে।
মূলত মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে ‘দামাল’-এ। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে ‘দামাল’-এ।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।
তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।
গত ১৬ আগস্ট প্রকাশ পেয়েছিলো ‘দামাল’-এর ট্রেলার। ২ মিনিটের ট্রেলারটি দেখে নেটিজনরা বলছেন, ‘দুর্দান্ত’! নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে শেয়ার করছেন আপন মেনে।
মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দামাল সিনেমার অভিনেতারা। এই সিনেমার প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
আর প্রচারণার সেই মুহূর্তগুলো শেয়ার করছেন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে।
বাংলাধারা/ইকে

আরও পড়ুন