৪ নভেম্বর ২০২৫

মুজিববর্ষকে স্মরণীয় করতে বারিক বিল্ডিং মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

বাংলাধারা প্রতিবেদন »  

বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে নগরীর বারিক বিল্ডিং মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ফলক উন্মোচন করে এ ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নৌকার ওপর স্থাপিত এ ম্যুরালের উচ্চতা ১৪ ফুট ও প্রস্থ সাড়ে ৭ ফুট।

মেয়র বলেন, ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী। আজ আমরা জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের অবদান সবচেয়ে বেশি। 

তিনি বলেন, ইতিমধ্যে নগরকে দৃষ্টিনন্দন করতে সিটি করপোরেশন সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেছে। এবার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বারিক বিল্ডিং মোড়ে ম্যুরাল স্থাপন করা হলো। এ ছাড়া ইতিহাস ও ঐতিহ্যকে নব প্রজন্মের কাছে পরিচিত ও জানানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। স্থাপিত করা হয়েছে ম্যুরাল ও ভাস্কর্য।

মেয়র বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ,  বাংলাবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাকেরিয়া, সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ বুল, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইসকান্দর মিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল শীল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, প্রচার সম্পাদক এম কিবরিয়া দোভাষ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন