বাংলাধারা প্রতিবেদন »
জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মদের জানানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বনেতাদের চোখে কেমন ছিলেন তা পথ চিত্র প্রদর্শন এর মাধ্যমে তুলে ধরার ছোট্ট আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শিবু দাশ গুপ্ত।
৬নং জামাল খান রোড, লিচুবাগান, এর সামনে ফুটপাতের পাশেই এই পথ চিত্র প্রদর্শন এর আয়োজন করেন তিনি। তার এই আয়োজন এর প্রসংশা করেন এলাকার সর্বস্তরের মানুষ। শিশু কিশোর দের মধ্যে ব্যপক সাড়া পরেছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

উক্ত পথচিত্রপ্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্ত, যুবলীগনেতা রুবায়েদ হাসান চন্দন, যুবলীগ নেতা রাজন দাশগুপ্ত, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওয়াহেদ রাসেল, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ সাব্বির, মহানগর ছাত্রলীগনেতা তাসিম চৌধুরী, সৌরভ, জুয়েল, নিরঝর বড়ুয়া , দেবাশীষ দস্তিদার, আরাফাত জাহেদ, আকাশ, প্রান্ত চৌধুরী, সৈকত দাশ, মাহ্মুদ , মোঃ ইফতু,

পথ চিত্রপ্রদর্শনী শেষে পরবর্তীতে উক্ত অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্ত ফানুস উড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন করেন।
বাংলাধারা/এফএস/টিএম













