কক্সবাজার প্রতিনিধি »
মুজিববর্ষ উপলক্ষ্যে রামু সেনানিবাসে দুদিন ব্যাপী গলফ কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসে ‘কক্সবাজার গল্ফ এন্ড কাউন্টি ক্লাব’র আয়োজনে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ কাপ গল্ফ টুর্নামেন্টের উদ্বোধন করেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।এসময় রামু সেনানিবাসের উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং কক্সবাজার অঞ্চলের গল্ ফারবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনার পর প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গল্ফ টুর্নামেন্ট আয়োজনের সহযোগী হওয়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেজর জেনারেল মাঈন।
বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ বলেন, প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজিত এ গলফ টুর্নামেন্ট আগত দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে। এটি চলমান থাকলে, বিশ্বের অনেক দেশের গলফ খেলোয়াড় কক্সবাজার আসবেন। এভাবে খেলার মাধ্যমেও পর্যটন শিল্পের বিশ্বময় বিকাশ ঘটবে বলে আমাদের বিশ্বাস।
উল্লেখ্য, টুর্নামেন্টে ৩ নারী ও ৫ জন যুবকসহ সর্বমোট ৮০ জন গল্ ফার অংশগ্রহণ করছেন। শনিবার (৭ মার্চ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। খেলায় জয়ী ও অংশ গ্রহণকারীদের দর্শনীয় পুরস্কারে ভূষিত করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













