১ নভেম্বর ২০২৫

মুরাদপুরে আগুনে পুড়ে ছাই অ্যালুমিনিয়াম কারখানা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের মুরাদপুরের এলুমিনিয়াম গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দুটি দোকানের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের দাবি, বৈদ্যুতিক খুঁটি থেকে রাস্তায় ছড়িয়ে পড়া তার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, সরু রাস্তা ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। তবে পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ