২৩ অক্টোবর ২০২৫

মুহাম্মদ শরীফের ‌‘সমুদ্রের কাছে যাবো’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রামের একুশে বই মেলায় কবি মুহাম্মদ শরীফের ‘সমুদ্রের কাছে যাবো’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বই মেলায় বইটির মোড়ক উন্মোচন করেছেন একঝাঁক কবি ও সাংবাদিক।

রুবাব পাবলিকেশন থেকে প্রকাশিত ‘সমুদ্রের কাছে যাবো’ কবিতা গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় স্বাধীন প্রকাশনের স্টলে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, মাছরাঙা টিভির চট্টগ্রাম প্রধান নাজমুল আলিম সাদেকী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের সভাপতি গাজী টিভির সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম, গ্লোবাল টিভির রাশেদ, ডেইলি মিরর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রাকিব, স্বাধীন প্রকাশনার কর্ণধার ও প্রকাশক বাবু, প্রথম আলোর সাংবাদিক অভ্র ম. মোরশেদ, কবির সহধর্মিণী ব্যাংকার, আবৃত্তিকার খায়রুল জান্নাত মুন্নী, কবির দুই কন্যা তাবাসসুম জান্নাত অহনা ও তাহসিন জান্নাত সুহানা, লন্ডন প্রবাসী গোলাম শাহাদাৎ বিটুসহ চট্টগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কবি মুহাম্মদ শরীফ বলেন, মহান একুশে বইমেলায় চমৎকার এই কবিতার বই পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে এবং তরুণ প্রজন্মের পাঠকদের মনে অনুভূতি সৃষ্টি করবে। বইয়ের সফলতা আশাবাদ প্রকাশ করার পাশাপাশি কবিতা,গল্পের বই লিখতে তরুণ কবি ও লেখকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাঠক ছাড়া লেখক-কবি মূল্যহীন, আপনারা আমার এই কবিতার বই পড়ে ইতিবাচক মূল্যায়ন করবেন বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস রাখি। ভবিষ্যতেও পাশে থাকবেন।

কবি মুহাম্মদ শরীফ বলেন, সবকিছু পেয়ে গেলে জীবনে বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়ে। আমরা কিছু পাইনা বলেই তার জন্য অপেক্ষা নিয়ে বসে থাকি জীবনভর। জীবন শেষ হয়ে যায় কিন্তু অপেক্ষা শেষ হয়না। যদি কবিতার অনুভূতি গুলো প্রকাশের মাধ্যমে কোন পাঠকের হৃদয় স্পর্শ করে স্থান করে নিতে পারে, সেইটি হবে সত্যিকারের সাথর্কতা।

আরও পড়ুন