বাংলাধারা প্রতিবেদন »
মাল্টার পাইকারি দাম নিয়ন্ত্রণে ফলমন্ডিতে তিন দফা অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। যার ফলে বর্তমানে ফলমন্ডিতে পাইকারিতে মাল্টা বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা দরে। এবার মাল্টার খুচরা মূল্য নিয়ন্ত্রণে অভিযানে নামছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার (৩ মে) দুপুরে ফলমন্ডির আড়তে তৃতীয় বারের মতো অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।
মো. তৌহিদুল ইসলাম জানান, আজকের অভিযানে ফলমন্ডিতে দেখা যায়, আড়ত থেকে প্রতি কার্টুন মাল্টা দেড় হাজার ৫০০ টাকা (১ কার্টুনে ১৫ কেজি) বা কেজি প্রতি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন খুচরা বাজার, উপজেলার বাজার এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা যেমন- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর, পার্বত্য জেলাসমূহে ট্রাক ভর্তি মাল্টা যাচ্ছে। এ সকল ট্রাকের চালান এবং ফলমন্ডির মাল্টা আড়তের রশিদ চেক করে দেখা যায়, ১০০ টাকা কেজি দরে মাল্টা বিক্রি হচ্ছে।
ম্যাজিস্ট্রেট বলেন, ‘মাল্টার ন্যায্য মূল্যের বিষয়টি খতিয়ে দেখতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন খুচরা বাজার, উপজেলার বাজারসমূহে এবং অন্যান্য জেলায় যে সব স্থানে ফল পাঠানো হচ্ছে; সেখানে পাইকারি মূল্যের সাথে সঙ্গতি রেখে মাল্টাসহ অন্যান্য ফল বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। মূল্য কারসাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের পর আদার পাইকারি দাম কিন্তু কমেছে। এখন পাইকারিতে ১১৫-১৩০ টাকা আদা বিক্রি হচ্ছে।’
বাংলাধারা/এফএস/টিএম













