চট্টগ্রামের আলোচিত ঢাকাইয়া আকবর হত্যা মামলায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে নগরীতে। এ ঘটনায় মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হলো মামলার ৬ নম্বর আসামি সাজ্জাদের বড় ভাই ওসমান গণি সেগুনকে। একই অভিযানে ধরা পড়েছে মামলার ৮ নম্বর আসামি ও তাদের ভাগিনা আলভীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে চট্টগ্রামের একটি কনভেনশন হলে মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অভিযান চালায় যৌথবাহিনী। অনুষ্ঠানস্থল থেকে ওসমান গণি ও আলভীনকে আটক করে নিয়ে যায় তারা।
স্থানীয়দের মতে, আকবর হত্যাকাণ্ডের পর থেকে যে আতঙ্ক তৈরি হয়েছিল, এই গ্রেফতার অভিযান সেটিকে আরও জোরালো করল। যদিও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই বিষয়ে তিনি অবগত নন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, র্যাব হেফাজতে থাকা ওসমান গণি ও আলভীনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে দেখা দিয়েছে তোলপাড়। একাধিক অপরাধ সিন্ডিকেট গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
তবে এখনো গ্রেফতার হয়নি এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইমন। তাকে ধরতে দেশের বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এএস/বাংলাধারা













