বাংলাধারা প্রতিবেদন »
নগরীর দামপাড়া এলাকায় মেরিডিয়ানের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) চকবাজার থানাধীন ওই এলাকায় দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম অলিউল্লাহ (২৮) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার মুসাপুরের আমিন উল্লাহর পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, দামপাড়া লোকায় বাওয়া স্কুলের পাশে মেরিডিয়ান ভবন থেকে পড়ে গুরুতর আহত হন অলি উল্লাহ। শ্রমিকেরা তাকে উদ্ধার করে বিকাল দুইটা ২০ মিনিটের দিকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ বিষয়ে চকবাজার থানাকে জানানো হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর













