বাংলাধারা প্রতিবেদক »
নগরের ওয়াসা মোড়ের দামপাড়া এলাকায় মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের নেপথ্যে ছিল জ্বলন্ত সিগারেট। ভবনটির ৯ তলায় রাখা অব্যবহৃত পাট ও প্লাস্টিকের বস্তার পেছনে শ্রমিকদের সিগারেটের অবশিষ্টাংশ থেকেই আগুনের সূত্রপাত। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।
রবিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন বহুতল একটি ভবনে এ আগুন লাগে।
প্রায় ৪০ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ষ্টেশনের ৮টি গাড়ি। আগুন লাগার পরপরই শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘মূলত জস্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত। ৯ তলায় তলায় অব্যবহৃত পাটের বস্তায় ও প্লাস্টিকে নির্মাণ শ্রমিকরা জ্বলন্ত সিগারেটের পিছনের অংশ ফেলে যায়।’
তিনি বলেন, ‘আগুন লাগার পর ৯ তলায় দুজন শ্রমিক আটকা পড়েছিল। আমাদের একটি ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে নামিয়ে আনে।