৩০ অক্টোবর ২০২৫

মেরিন ড্রাইভে চলন্ত ট্রাক উল্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে চলন্ত ট্রাক উল্টে আবুল মঞ্জুর প্রকাশ গোরা মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী পাটুয়ারটেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল মঞ্জুর গোরা মিয়া উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাঁচা মিয়ার ছেলে৷

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা, মরিচ্যার পাগলী বিল এলাকার ইউসুফ আলীর ছেলে আলাউদ্দিন (১৭), রত্নাপালং এলাকার সিরাজ মিয়ার ছেলে জুয়েল (২২)। আরও কয়েকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান৷

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শামলাপুর থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক গাড়ি ইনানী পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় ও ইনানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা উদ্ধার করা হয়৷ পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়৷ অন্যদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থাও আশংকাজনক৷

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন