২৯ অক্টোবর ২০২৫

মেরিন ড্রাইভ সড়কে যান ও জন চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি »  

সাগরের তীর ঘেষে গড়া কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক অবশেষে বন্ধ করে দিয়েছে বিজিবি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও’র গাড়ী এই সড়ক দিয়ে চলাচল করে। আশংকা ছিল, রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত কারী গাড়ী ও বিদেশীদের কারণে করোনা ঝুঁকিতে রয়েছে এতদঞ্চলের মানুষ। তারা বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছিল, তড়কে যান ও জন চলাচল সীমিত করণের।

এরই ফলস্বরূপ সোমবার সকাল হতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রীজের উভয় পাশে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এই ব্রীজ দিয়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না। অথচ প্রতিদিন শত শত এনজিও’র গাড়ী চলাচলের কারণে দীর্ঘ যানজট লেগে থাকতো এই সড়কে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিল।

এখন রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করা গাড়ীগুলোর কি হবে জানতে চাইলে কক্সবাজার বিজিবির কমান্ডার লে. কর্ণেল আলী হায়দার আজাদ জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদারে নির্দেশে গাড়ী ও জনচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, আরআরআরসি অফিসের অনুমোদিত গাড়ী ছাড়া আর কোন গাড়ী চলাচল করতে দেয়া হবে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন