১ নভেম্বর ২০২৫

মেলা শুরুই হয়নি, হতাশায় ফিরছে ক্রেতা

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক »

এই প্রথম বাংলাদেশ রেলওয়ের শহীদ শাহজাহান মাঠে মাসব্যাপী সুবিশাল মেলার আয়োজন করেছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মাসব্যাপী সেকেন্ড বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ার-২০২২ আয়োজন করা হয়েছে। মেলার এবারের স্লোগান ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে থাকি’। পাহাড়তলীস্থ এই মাঠে আগে কখনো কেউ মেলার আয়োজন করেনি। মেলার জন্য এ মাঠটি ভাড়া নিয়েছে এক মাসের জন্য। তবে মেলা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এক মাসের জন্য সমিতির সদস্যদের স্টল ভাড়া ১৫ হাজার আর বহিরাগতদের জন্য ৫৮ হাজার ৫০০ টাকা। কিন্তু কোন দোকানি যদি তাঁর প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স দেখাতে পারে তাহলে তাঁকেও সদস্য হিসেবে ১৫ হাজার টাকা ভাড়া দিতে হবে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, হতেগোনা কয়েকটি স্টল খোলা হয়েছে। প্রায় ২০০টি স্টল খোলার কথা রয়েছে। গত ৬ জানুয়ারী আগ্রাবাদ হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে মেলার প্রস্তুতি ঘোষণা করা হয়। পরদিন ৭ জানুয়ারি মেলা প্রাঙ্গণে উদ্বোধনী ঘোষণা দেওয়া হয়। হাতেগোনা ৪/৫টি স্টল দিয়ে যাত্রা শুরু হয়েছে। ৮ জানুয়ারি গিয়ে দেখা গেছে স্টলগুলোর ৯৫ ভাগই খালি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে চালু হতে পারে এসব স্টল— এমন ধারনা আয়োজকদের।

মেলা কমিটির পক্ষ থেকে জানা গেছে, মাসব্যাপী এ মেলায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৪ জন মেম্বারের জন্য স্টল রাখা হয়েছে। বাকি ১৬৬টি স্টল বহিরাগতদের জন্য। মেম্বারদের স্টলের জন্য ১৫ হাজার টাকা ও বহিরাগতদের স্টলের জন্য ৫৮ হাজার ৫০০টাকা ভাড়া নির্ধরণ করা হয়েছে। এখানে উল্লেখ্য, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রায় ৩ হাজার মেম্বার রয়েছে। এরমধ্যে কার্যকর রয়েছে প্রায় ১ হাজার মেম্বার। এরপরও মাত্র ৩৪টি স্টল রাখা হয়েছে এমন প্রসঙ্গে উত্তর মিললো ৩৪ জন মেম্বারের মধ্যেও কেউ যদি না করে তাহলে বহিরাগতদের দিয়ে দেওয়া হবে।

প্রতিবন্ধিদের জন্য বিনে ভাড়ায় কিছু স্টল রয়েছে। তাছাড়া স্পন্সর প্রতিষ্ঠানগুলো কয়েকটি বুথ দিয়েছে। এরমধ্যে ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংক বুথ দিয়েছে। এসব বুথ থেকে গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে চাহিদামত অর্থ উত্তোলনের মাধ্যমে মেলায় কেনাকাটা করার সুযোগ পাবে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এবারের মেলায় ২০০টি স্টলের মধ্যে টাঙ্গাইলের শাড়ী, জামদানী শাড়ী, চামড়াজাত সামগ্রী, হ্যান্ডিক্র্যাাফটস, হারবাল পণ্য, খেলনা, জুয়েলারী, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, তৈরি পোষাক, পাহাড়ীদের তৈরি বস্ত্র শিল্প, মাটির তৈরি পণ্য, তৈজসপত্র ও তরুণীদের থ্রী-পিসসহ ঐতিহ্যবাহী সকল সেক্টরের দেশীয় পণ্যের যোগান দেয়া হচ্ছে স্টলগুলোকে।

আরো জানা গেছে, ২০০২ সালে সর্বপ্রথম দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে আর্ন্তজাতিক পরিসরে এ মেলা শুরু হয়। সেই থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল উইম্যান্স এসএমই এক্সপো বাংলাদেশ নামে এই মেলা পরিচালিত হয়ে আসছিল। ২০২০ সালে করোনার কারণে মেলা স্থগিত ছিল। ২০২১ সালে প্রথম সিএমএসএমই বাণিজ্য মেলা শুরু হয়েছে নতুন আঙ্গিকে।

এ ব্যাপারে মেলা কমিটির চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী বলেন, এ সপ্তাহে মেলা পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। মেলা পুরোপুরিভাবে শুরু না হওয়া ও স্টল নেয়ার নিয়ম এবং খালি থাকা প্রসঙ্গে অন্যান্য তথ্য চীফ এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে বলে অবশিষ্ট প্রশ্নগুলো এড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ