বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই শেখ হাসিনার প্রার্থী। সবাই ঐক্যবদ্ধ থেকে তাদেরকে জিতিয়ে আনতে হবে। এখানে বিদ্রোহী কেউ থাকতে পারবেন না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়ে অবস্থিত পেনিনসুলা হোটেলে কেন্দ্রীয় নেতারা উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেন। বিকাল ৫ টা থেকে সভা চলে রাত পর্যন্ত।
সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে সূচনা বক্তব্য দিয়ে মোশাররফ হোসেন সভার কার্যক্রম শুরু করেন। এরপর নেতারা একে একে বক্তব্য দেন। বক্তব্য দেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত আ জ ম নাছির উদ্দীনও। সব নেতাই মূলত ঐক্যবদ্ধ থেকে মেয়র ও কাউন্সিলরদের জিতিয়ে আনা এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন।
সভায় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ছিলে। এছাড়া নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তরের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং নগর কমিটির সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা এবং চট্টগ্রামের অধিকাংশ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা।
বাংলাধারা/এফএস/টিএম













