বাংলাধারা প্রতিবেদন »
মেয়র নির্বাচনসহ সামগ্রীক বিষয় নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে সঙ্গে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০ টা পর্যন্ত নৌকার মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, শিক্ষা উপমন্ত্রী নওফেল ও মেয়র আ জ ম নাছির রাত ৯টার আগে মেয়র প্রার্থী রেজাউলের অস্থায়ী কার্যালয়ে আসেন। সেখানে দুজনে একান্ত বৈঠকে মিলিত হন। এরই মধ্যে সাড়ে ৯টার দিকে যোগ দেন রেজাউল করিম চৌধুরীও। বৈঠকের বিষয় নির্বাচনী কৌশল নির্ধারণ হলেও এই তিন নেতার মধ্যে কি আলাপ হচ্ছে তা বাহির থেকে কেউ আঁচ করতে পারছে না বলেও জানান তিনি। ভেতরে কোন নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হয় নি। বাইরে পুলিশ পাহারায় ছিল যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে।
তবে বৈঠক শেষে বের হওয়ার পথে মেয়র নাছিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়র নির্বাচনসহ সামগ্রীক বিষয় নিয়ে এ বৈঠক হয়েছে। এটা একান্তই সাংগঠনিক বিষয়।
বাংলাধারা/এফএস/টিএম













