২৯ অক্টোবর ২০২৫

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে আনোয়ারা চাতরী চৌমুহনী কাঁচাবাজার সমিতি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার অন্যতম চাতরী চৌমুহনী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে মেয়াদ পূর্তিতে দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ করেছে সাবেক কমিটির দায়িত্বশীল ও সাধারণ ব্যবসায়ীরা।

বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ইউএনও এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কমিটির মেয়াদ শেষ হওয়ায় মো. আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ আরো কয়েকজনকে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব দেয়া হয়। যার মেয়াদ গত তিনমাস আগে শেষ হয়। এর মধ্যে তারা কোনো নির্বাচনের আয়োজন করেননি। গত কয়েকদিন আগে থেকে তারা নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত বলে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং বাজারে কমিটির পরিচিতি দিয়ে ব্যানার টাঙ্গিয়েছেন।

বাজারের সাবেক কমিটির দায়িত্বশীল নুরুল ইসলাম, মোজাম্মেল হক ও মো. ফোরকান বলেন, আমাদের মেয়াদ পূর্তি হওয়ার পর তাদেরকে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব দেয়া হয়। কিন্তু তারা কোনো নির্বাচনের আয়োজন না করে নিজেরাই নির্বাচিত কমিটি বলে সব জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছেন।

ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীল জাহাঙ্গীর আলম বলেন, আমরা নির্বাচিত কমিটি। আমাদের কাছে সব কাগজপত্র আছে। আমারা যথাযথ কর্তৃপক্ষের কাছে চাইলে সেগুলো দেখাব।

উপজেলা সমবায় অফিসার নুরুল আবছার বলেন, চাতরী চৌমুহনী কাঁচাবাজার সমিতির কমিটির ব্যাপারে একটি অভিযোগ ইউএনও স্যার আমাকে ব্যবস্থা নিতে বলেছেন। এই সমিতির কোনো নির্বাচনের কথা আমি জানি না। জেলা সমবায় অফিসও আমাকে এ ব্যাপারে কিছুই জানায়নি। আমি সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন