২৮ অক্টোবর ২০২৫

মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বাবাকে কারাদণ্ড

বাংলাধারা ডেস্ক »

শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে দিতে গিয়ে তার বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।

সাত দিনের বিনাশ্রম দণ্ডাদেশ প্রাপ্ত রফিকুল পশ্চিম নকলার মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রফিকুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাতে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

এ সময় কনের বাবা রফিকুল ইসলামকে কারাদণ্ড প্রদান করা হয়।

সূত্র : বিডি নিউজ

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন