২৩ অক্টোবর ২০২৫

মোংলায় যৌথ বাহিনীর অভিযান, ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানার পুলিশের সমন্বয়ে মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন