বাগেরহাটের মোংলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলীর বিরুদ্ধে পবিত্র আল-কোরআন অবমাননামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলার শাপলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইউনুসসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় মোংলার রিমঝিম চত্বরে বিএনপির এক সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী পবিত্র আল-কোরআন অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এটি কোনোভাবেই একজন মুসলমানের পক্ষ থেকে আশা করা যায় না। যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে নাস্তিক ও মুরতাদ।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাবেক মেয়র জুলফিকার আলীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পবিত্র কোরআনের অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।