২৫ অক্টোবর ২০২৫

মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ জমরি উদ্দনি রুপু (২৪) ও মো. জুয়লে (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডলে থানার পুলশি।

বৃহস্পতবিার (২১ জুলাই) হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমি উদ্দনি মজুমদার জানান, গত ৭ জুলাই বিকালে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতাল ব্লাড ব্যাংকরে সামনে থেকে নুরুন্নবী আলম নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নে অভযিান চালিয়ে সংঘবদ্ধ চোরাই মোটরসাইকেল চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন