২৯ অক্টোবর ২০২৫

মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. আমজাদ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীরর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত বুধবার ১৪ ডিসেম্বর দুপুরে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে স্ব-জোরে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে অবস্থার অনবতি হলে তাকে চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের পুর্ব মলিয়াইশ এলাকার রহমানিয়া গ্রামের হাফিজুর রহমান মিস্ত্রী বাড়ির মো. ফারুকের ছেলে। আমজাদ হোসেনের স্ত্রী ৯মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় প্রতিবেশী হাসান মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, আমজাদ হোসেন ইলেক্ট্রিকের কাজ করতো। গত ১৪ ডিসেম্বর মিরসরাই সদর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে গুরুতর মোটরসাইকেল এক্সিডেন্টে আহত হয়। পরে গতকাল তার পায়ের অপারেশনও হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানে রাত ১টায় তার মৃত্যু হয়। রোববার সকাল ১০টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন