২৪ অক্টোবর ২০২৫

মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে ‘পুলিশ’ ধরা

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে মো. সাজ্জাদ হোসেন নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রধান ফটক ১নং গেটে এ ঘটনা ঘটে।

আটক সাজ্জাদ হোসেন রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের শামসুল আলমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন নামে এক যুবকের কাছ থেকে মোটরসাইকেল কিনে নেওয়ার কথা বলে বাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয়রা আটক করে, সাজ্জাদের সাথে আরো তিনজন ছিল তারা পালিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে হাটহাটহাজারী মডেল থানা এসআই জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া সাজ্জাদকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন