বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের অফিসিয়াল মোতোয়ালি নিয়োগের ওপর স্থগিতাদেশ আরও একবছর বর্ধিত করেছেন হাইকোর্ট।
শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরীর রিট পিটিশনের আলোকে গত ১৬ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমদ সমন্বয়ে গঠিত বিচারপতি মো.বশির উল্লাহর ডিভিশন বেঞ্চ এ স্থগিতাদেশ প্রদান করেন।
রিট পিটিশনকারীর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘চলতি বছরের ৪ জানুয়ারি ওয়াকফ প্রশাসনের অফিসিয়াল মোতোয়ালি নিয়োগ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিলকৃত রিট পিটিশন শুনানির পর হাইকোর্ট বিভাগের একই বেঞ্চ ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন।’
এই স্থগিতাদেশের ফলে শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী স্বপদে বহাল থাকলেন।
নুরুন্নবী চৌধুরীর জানান, ‘আমাকে মোতেয়ালি নিয়োগ দানের ৯ মাসের মাথায় ২০২২ সালের ২১ ডিসেম্বর ওয়াকফ প্রশাসন বেআইনি ভাবে অফিসিয়াল মোতোয়ালি নিয়োগ আদেশ দেন। ফলে উচ্চ আদালতে ন্যায় বিচারের স্বার্থে দ্বারস্থ হলে আদালত সন্তুষ্ট হয়ে এই স্থগিতাদেশ দিয়েছেন।’













