একসময়ের বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী ছিলেন প্রীতি জিন্তা। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও যুক্ত রয়েছেন ব্যবসায়ে এবং রাজনীতিতেও। সম্প্রতি শোনা যাচ্ছে, বিজেপি সরকার প্রীতির একটি বড় অঙ্কের ঋণ নাকি মওকুফ করে দিয়েছে !এমন অভিযোগ চাউর হতেই কড়া জবাব দিয়েছেন প্রীতি।
সামাজিক মাধ্যমে কেরালা কংগ্রেস অভিযোগ আনে, প্রীতি জিন্তার ১৮ কোটি রুপির ঋণ মওকুফ করে দিয়েছে মোদি সরকার। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি বিজেপিকে দিয়েছেন প্রীতি; যে কারণেই এ ঋণ মওকুফ!
বিষয়টি জানার পর একটি বার্তায় প্রীতি জানান, খবরটি সম্পূর্ণ মিথ্যা। দাবি করেন,উপার্জনের টাকায় তিনি নিজেই নিজের লোন পরিশোধ করেছেন।
প্রীতির বক্তব্যে, ‘আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এ ধরনের মিথ্যা খবর প্রচার করছে। আর আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা চলছে। সবাইকে বলছি, একটা ঋণ আমি নিয়েছিলাম, সেটা শোধও আমি করেছি। তবে সেটা ১০ বছর আগের ঘটনা।’
উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রীতি জিন্তা। সেখানেই বিয়ের পর সংসার পেতেছেন অভিনেত্রী।
এআরই/এনএস/বাংলাধারা/২০২৪